খোলা আকাশের নিচে পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার আমদানিকৃত পণ্য
- আপডেট সময় : ০১:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার আমদানিকৃত পণ্য। রোদ আর বৃষ্টিতে ভিজে এসব পণ্য নষ্ট হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা। সেইসাথে পণ্যের গুণগত মান নষ্ট হওয়ায় এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক ব্যবসায়ী।
দেশ স্বাধীনের ৪৮ বছরেও অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরের । বর্তমানে জায়গা সংকটের কারণে এ বন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন পণ্য। এতে বেশি ক্ষতি হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পকারখানার যন্ত্রপাতি। ব্যবহারের অনুপযোগী হচ্ছে ড্রাম ভর্তি বিভিন্ন কেমিকেল।
৩০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই বন্দরে এখন হ্যান্ডেলিং হচ্ছে প্রায় ২ লাখ মেট্রিক টন পণ্য। ফলে অধিকাংশ পণ্যই পড়ে থাকছে খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।
এদিকে, বন্দর পরিচালক জানালেন, বেনাপোল বন্দর উন্নয়নের জন্য সরকারের ১৫০০ কোটি টাকার বাজেট প্রক্রিয়াধীন। এর বাস্তবায়ন হলে অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
বেনাপোল বন্দর থেকে বছরে সরকারের রাজস্ব আয় প্রায় সাড়ে পাচ হাজার কোটি টাকা। তাই বন্দরের অবকাঠামোগত উন্নয়ন হলে রাজস্ব আয় বৃদ্বির পাশাপাশি লাভবান হবে ব্যবসায়ীরা। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।