খোকশা ঘাঘট নদীর চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
রংপুরের খোকশা ঘাঘট নদীর চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
দুপুরে নগরীর পার্কের মোড়ে নদী দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও খনন কার্যক্রমে এলাকাবাসী বাধা সৃষ্টি করলে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। এলাকাবাসীর দাবি, উচ্ছেদ কার্যক্রম বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকজন মাটি খনন ও স্থাপনা উচ্ছেদ করতে এলে তারা বাধা দেন। বাধার মুখে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দেয়। এর আগে শতাধিক দখলদারকে চিহ্নিত করে গত ২৩ ডিসেম্বর দখলকৃত ৩’শ মিটার জায়গা উদ্ধার শুরু করে পানি উন্নয়ন বোর্ড।