খোলা বাজারে ডলারের রেকর্ড দাম
- আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মুদ্রা বাজারের অস্থিরতা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। মান হারিয়ে খোলা বাজারে ১১২ টাকা হয়েছে প্রতি ডলারের দাম। ব্যাংকগুলো টাকার দাম কিছুটা ধরে রাখার চেষ্টা করলেও, তা কাগজে-কলমেই সীমাবদ্ধ। কারণ, ডলারের যোগান নেই কোথাও। অর্থনীতিবিদরা বলছেন, টাকার মান অনেক আগেই পড়ে গেছে। কিন্তু এতদিন সরকার গোপন করায় হঠাৎ করেই ধস নেমেছে অর্থনীতিতে। ব্যবসায়ী নেতারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের গাফিলতিতেই ডলারের বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
বৈদেশিক মুদ্রা বাজারের চলমান অস্থিরতা সব রেকর্ড ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল অবদি কয়েক ঘন্টায় অন্তত তিন দফায় দাম বেড়েছে ডলারের। বাজার ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক কয়েক দফায়, ২৫/৩০ পয়সা করে টাকার অবমুল্যায়ন করার ঘোষণা দিলেও তাতে কর্ণপাত করেনি কেউ।
অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক মুদ্রা বাজার কিছুটা অস্থির। কিন্ত এক দিনে ৭ টাকা দাম বাড়ার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি। মুলত এতদিন ধরে কৃত্তিম উপায়ে টাকার মান ধরে রাখার চেষ্টা এখন বুমেরাং হয়েছে।
কয়েক বছরের মধ্যে সরকারী সুপারিশে নামসর্বস্ব অনেক ব্যাংকের অনুমোদন দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ অর্থনৈতিক বিপর্যয়ের মুল কারণ।
ব্যবসায়ী নেতারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কার্যকরী পদক্ষেপের পাশাপাশি সরকারের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে উর্দ্ধমুখী ডলারের বাজারকে নিয়ন্ত্রন করা কঠিন।
ব্যাংকের সঙ্গে খোলাবাজারের বড় পার্থক্যের কারণে বৈধ পথে রেমিটেন্স আসা কমেছে। করোনার প্রাদুর্ভাবে পর্যটক আসার সংখ্যা হ্রাস পেয়েছে। যুদ্ধের প্রভাবে রপ্তানী আদেশ নিন্মমুখি। ডলারের সবগুলো উৎসই ক্ষতিগ্রস্ত। তাই সহসাই সংকটের সমাধান দেখছেন না বিশ্লেষকরা।