খোলা রয়েছে সাভার-আশুলিয়ার শতাধিক পোশাক কারখানা
- আপডেট সময় : ০১:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
খোলা রয়েছে সাভার-আশুলিয়ার শতাধিক পোশাক কারখানা। এতে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে। শ্রমিকরা জানান, শনিবার তাদের ছুটি শেষ হয়েছে। চাকরি হারানোর ভয় এবং বকেয়া বেতনের জন্য ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে বাধ্য হয়েছেন তারা। এদিকে, বেতন দেয়ার কথা বলে গার্মেন্টস কারখানা খোলা রেখে মালিক পক্ষ কয়েক লাখ পোশাক শ্রমিককে করোনা ঝুঁকিতে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে, সারাদেশে যখন চলছে সর্বাত্মক সাধারণ ছুটি, তখন পোশাক শিল্পে কর্মরত কয়েক হাজার শ্রমিক।
করোনা পরিস্তিতি বিবেচনা করে বিজিএমেইএ, গার্মেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত দিলে, বেশিরভাগ কারখানা বন্ধ রাখা হয়। তবে রফতানি অর্ডার ও পিপিই তৈরির অজুহাতে এখনও চালু সাভার আশুলিয়া অনেক কারখানা।
শ্রমিকরা জানান, শনিবার ছুটি শেষ হলে চাকরি হারানোর ভয় এবং বকেয়া বেতনের জন্যই করোনা ঝুঁকি নিয়েই কর্মস্থলে যোগ দেন তারা।
শ্রমিকদের অভিযোগ, করোনার সংক্রমন ঠেকানোর কোনও ব্যবস্থা না রেখেই, মালিক পক্ষ জোর করে কাজ করাচ্ছে।
তবে গার্মেন্ট কর্তৃপক্ষ বলছেন, সরকারের নির্দেশনা মেনেই শ্রমিকদের বেতন পরিশোধ করে খুব শিগগিরই কারখানা বন্ধ করা হবে।বর্তমান পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের কথা বিবেচনা করে শ্রমিকদের বেতন দিয়ে কারখানা বন্ধের দাবি জানান শ্রমিক নেতারা।এখনই গার্মেন্ট কারখানা বন্ধ করা না হলে, করোনা ঝুঁকি আরো বাড়বে বলেও জানান নাজমা আক্তার।