গণঅভ্যূত্থানে সরকার হটাতে নেতাকর্মীদের প্রতি আহবান মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গণঅভ্যূত্থান ও গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার হটাতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ও স্বাধীনতার ইতিহাস বিএনপি রক্ষা করলেও আওয়ামী লীগ বারবার তা ধ্বংস করছে বলে দাবি করেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশবিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়, বিএনপির বিরুদ্ধে এখনো সেই ষড়যন্ত্র চলছে।
জাতীয় সংগীতের পর দলীয় সংগীতের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু করে বাংলাদেশ জাতয়িতাবাদী দল-বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসংখ্য নেতাকর্মীদের উপস্থিততে কানায় কানায় পূর্ণ প্রেসক্লাব এলাকা।
জিয়াউর রহমান ইস্যূতে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি নেতারা বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় জিয়া এবং বিএনপি নিয়ে আওয়ামী লীগের এতো গাত্রদাহ।
জিয়াউর রহমানের মরদেহের পোষ্টমর্টেম চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে হয়েছে বলে জানান বিএনপি নেতারা। নতুন ইস্যু তৈরী করতে সরকার বিভিন্নভাবে উস্কানি দেয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের এই অপকৌশল প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।
ইতিহাস নিয়ে মিথ্যাচার করে আওয়ামী লীগ লাভবান হতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।