গণআন্দোলনের ঢেউ তুলতে পারেনি বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
গণঅভ্যুত্থান নয়, বিএনপি গণআন্দোলনের ঢেউও তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন নিজ দলের নেতাদের মধ্যেই সীমাবদ্ধ।
সকালে রাজধানীর বকশীবাজারে গণ-অভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
পরে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদেরকে চিরদিনের জন্য রাজনীতি থেকে বিতাড়িত করা উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটশন ও ডক্টর শহীদুল্লাহ্ কলেজ প্রাঙ্গণে শহীদ মতিউর রহমান মল্লিকের সমাধীতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইলফলক। একাত্তরে স্বাধীনতার ঘোষণা দেয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, অন্যরা পাঠকমাত্র।
নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ৩’শ আসনের ইভিএমে নির্বাচন করতে চায়। তবে এ বিষয়ে ইসি যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবে আওয়ামী লীগ।