গণটিকা কার্যক্রম থেকে সরে এসেছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গণটিকা কার্যক্রম থেকে সরে এসেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। আগের মত নিবন্ধন করেই টিকা নিতে হবে। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, চলতি আগস্টের শেষে ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দুই ধাপে ফাইজারের ৬০ লক্ষ ডোজ টিকা পাওয়া যাবে। চায়না থেকে ৬ কোটি টিকা কেনার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যস্থতা ও সরকারের স্বদিচ্ছার ফলে ভবিষ্যতে দেশে করোনার টিকার আর কোন সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী জানুয়ারির মধ্যে ৮ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।