গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে একসঙ্গে কাজ করার আগ্রহ ভিক্টোরিয়া নুল্যান্ডের
- আপডেট সময় : ০২:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারিত্ব সংলাপ শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করা হবে।
সংলাপের শুরুতে মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব মানবাধিকার যখন হুমকির মুখে তখন বাংলাদেশকে সাথে নিয়ে মানবাধিকার রক্ষায় কাজ করতে চায় তার দেশ। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশকে আরও কাজ করতে হবে বলেও মত দেন তিনি। আজকের আলোচনায় রেবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। ‘পার্টনারশিপ ডায়ালগ’-এর পর তারা যৌথ ব্রিফিং করবেন। বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, মানবাধিকার, শাসন, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক হুমকি,এবং ‘ওপেন ইন্দো-প্যাসেফিক রিজিয়ন’সহ আঞ্চলিক ইস্যু এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে।