গণতন্ত্র ও স্বাধীনতা বিশ্বাস করে না বলেই আবারো পাতানো নির্বাচনের পাঁয়তারা সরকারের : ফখরুল
- আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
সরকার গণতন্ত্র ও স্বাধীনতা বিশ্বাস করে না বলেই আবারো পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, জনগণ ভোট দিতে না পারলে, দেশে আর নির্বাচন হতে দেয়া হবে না। সরকারের অন্যায় আদেশ না মানতে বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে করাদন্ড দেয়ার প্রতিবাদে এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে সমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ।
পেশাজীবী সংগঠনের নেতাদের অভিযোগ এই সরকার শুধু খালেদা জিয়া, তারেক রহমান কিংবা জুবাইদা রহমানকেই নয়, অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, সরকার গণতন্ত্র ও স্বাধীনতাকে বিশ্বাস করে না বলেই প্রশাসনকে ব্যবহার করে আবারো পাতানে নির্বাচনের পাঁয়তারা করছে।
দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে চলে যেতে বাধ্য করা হবে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।