গণতন্ত্র গিলে খেয়েছে বিএনপি : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
জাতির সাথে ছল-চাতুরী করে বিএনপি গণতন্ত্রকে গিলে খেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানেই ভাঙচুর। বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে বিএনপি নেতারা ওয়াশিংটনে গিয়ে সফল হয়নি। তিনি দাবি করেন, এই দেশে আওয়ামী লীগই প্রথম সরকার, যারা শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগ কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অঙ্গীকার থাকবে ২ হাজার ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়া।