গণতন্ত্র, গুম-খুন ও ক্রসফায়ার একসঙ্গে চলতে পারে না : মাহবুব উদ্দিন খোকন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গণতন্ত্র, গুম-খুন ও ক্রসফায়ার একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শাহীনবাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, বিচার বহির্ভূত কোনো হত্যার দায় সরকার এড়াতে পারে না। এসময় ২০১৪ সালের নির্বাচন-পূর্ব সময়ে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনসহ গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের ৭ পরিবারের সদস্যদের কাছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমবেদনার বার্তা পৌঁছে দেন। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ দলটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বজন হারানো পরিবারগুলোর সুখ-দুঃখে সবসময় পাশে থাকবেন বলেও অঙ্গীকার করেন বিএনপি নেতারা।