গণতন্ত্রের গলা চেপে ধরে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়: আন্দালিব রহমান পার্থ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
গণতন্ত্রের গলা চেপে ধরে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগ দুটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার হরণ করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিকেলে ঢাকার নয়াপল্টনে গণমিছিল শেষে ফকিরাপুলে পার্টির প্রধান কার্যালয়ের সামনে সমাবেশে এ মন্তব্য করেন ব্যারিস্টার আন্দালিব পার্থ। তিনি বলেন, এ সরকার আগের মতো আর এমন নির্বাচন করতে পারবে না। সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মসূচির সাথে ঐকমত্য পোষণ করে আগামীতেও জোটের কর্মসূচিতে পাশে থাকার কথা জানান আন্দালিভ পার্থ। বলেন, আমেরিকার স্যাংশনে, সরকার এখন টেনশনে।