গণতন্ত্রের মুখোশে ভিন্ন পন্থায় দেশে একদলীয় শাসন চলছে : মীর্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গণতন্ত্রের মুখোশে ভিন্ন পন্থায় দেশে একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে ডিইউজে’র আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখে, রাজনীতিতে শূন্যতা তৈরির মাধ্যমে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন–ডিইউজের বার্ষিক সাধারণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সরকার নতুন নতুন আইন করে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
গণতন্ত্রের মুখোশে একনায়কতন্ত্র চলছে। রাজনীতিতে শূন্যতা তৈরি করে সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি।
জনগণের মধ্যে ভয়-ভীতি তৈরি ছাড়া সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।