গণধর্ষণের ঘটনায় আসামিদের ডিএনএ’র সাথে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনার মিল পাওয়া গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় আসামিদের ডিএনএ’র সাথে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনার মিল পাওয়া গেছে।
রবিবার ডিএনএ প্রতিবেদন শাহপরান থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছায়। ডিএনএ প্রতিবেদন পাওয়ায় দ্রুত অভিযোগপত্র দেয়া হবে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার।গ্রেফতার সকল আসামিদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে তাদের মধ্যে কতজনের নমুনায় সংশ্লিষ্টতা রয়েছে তা এখনও জানা যায়নি। গত ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে এসে দলবেঁধে ধর্ষণের স্বীকার হন গৃহবধূ। পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় গ্রেফতার আট আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।ধর্ষণের ডিএনএ প্রতিবেদন সিলেট এমসি কলেজে আসামিদের সংগৃহীত নমুনার মিল