গণপরিবহণে বাড়তি ভাড়া নিয়ে রাজধানীতে নৈরাজ্য থামছেই না
- আপডেট সময় : ০৭:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গণপরিবহণে বাড়তি ভাড়া আদায় নিয়ে ঢাকা মহানগরীতে নৈরাজ্য থামছেই না। প্রতিদিন যাত্রীদের সাথে পরিবহণ-কর্মীদের ঝগড়া লেগেই আছে। করোনা মহামারিতে সারাবিশ্বে মানুষের আয় কমার সময়, জ্বালানি তেলের অযৌক্তিক দাম বৃদ্ধিতে বাসভাড়া নতুন উপদ্রব হিসেবে দেখা দিয়েছে। এতে জনমনে ক্ষোভ বাড়ছে। সরকার ভাড়া নির্ধারণ করে দিলেও, তা মানছে না মালিক-শ্রমিকরা। যাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরেই ভয়াবহ নৈরাজ্য চলছে পরিবহন সেক্টরে। মালিক-শ্রমিকদের কাছে জিম্মি তারা।
সরকার নির্ধারণ করেছে সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা। কিন্তু, রাজধানীতে বেশিরভাগ গণপরিবহনই ১৫ টাকার নিচে ভাড়া নিতে চায় না। এ নিয়ে প্রতিদিনই যাত্রিদের সাথে হট্টোগোল বাধছে বাস শ্রমিকদের। তারা বলছে, সিটিং সার্ভিস এর সর্বনিম্ন ভাড়া কাটতে হয় তাদেরকে। অথচ, সরকারের পক্ষ থেকে বলা হয় কোনো সিটিং সার্ভিস নেই।
পরিবহন মালিক সমিতি বলছে, সরকারের নিদের্শনা অমান্য করলে সমিতি তার দায় নিবে না। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট বাসকেই দায়ি থাকতে হবে।
গণপরিরহনের অনিয়ম, সরকার কঠোর হস্তে দমন করছে বলে দাবি করে, বিআরটিএ কর্তৃপক্ষ। প্রতিদিনই মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে বলে জানান তারা।
সরকারের নীতিমালা থাকলেও তা মানা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে সাধারণ যাত্রীদের মনে।