গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
- আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনা ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি না মেনেই ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। গনপরিবহন বন্ধ থাকায় প্রাইভেটকার, সিএনজি, অটোরিক্সাসহ হালকা যানবাহনে আসছেন তারা। মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ। পোহোতে হচ্ছে চরম ভোগান্তির । এই সুযোগে বেশি ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছেন মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকরা। আর স্বাস্থ্য ঝুঁকি আছে জেনেও জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন কর্মজীবীরা।
করোনায় আক্রান্তের হার এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। তবুও স্বাস্থ্য বিধি মানছে না সাধারণ মানুষ। ঈদের পর ঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছেন কর্মজীবীরা।
উত্তরে রাজধানীর প্রবেশদ্বার উত্তরার আব্দুল্লাপুরে সকাল থেকে ঢাকায় প্রবেশ করে হাজার হাজার মানুষ। শুধু আবদুল্লাপুরই নয়, নগরীর প্রতিটি প্রবেশ পথে যাত্রীদের ভিড় ছিলো চেখে পড়ার মত। গণপরিবহন না থাকলেও প্রাইভেটকার, সিএনজি, রিকশা, অটোরিক্সা, মোটরসাইকেল. এমনকি পায়ে হেঁটেও ঢাকায় আসছে মানুষ।
করোনা ঝুঁকি নিয়েই ফিরছেন শ্রমজীবি মানুষ। জীবন-জীবিকার তাগিদে ফিরতে বাধ্য বলেই জানান তারা।
রাজধানীতে মানুষ বাড়ায়, তারা স্বাস্থ্যবিধি মানলে করোনা ঝুঁকি আরও বাড়বে বলেই মনে করেন অনেকে।