গণপরিবহনে আজ থেকে রাজধানীতে অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারছেন শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গণপরিবহনে আজ থেকে রাজধানীতে অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারছেন শিক্ষার্থীরা। সঙ্গে রাখতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি।
বাকি ১১ দফা দাবি না মানা পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেয় তারা। সকাল থেকে রামপুরা, শান্তিনগর মোড় এবং যাত্রাবাড়ী মোড়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিতে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। শুধু ঢাকার শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার সিদ্ধান্ত নেয়ায় নারাজ আন্দোলনকারীরা। তারা বলছেন, দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। টানা ১৩ দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ছাত্রছাত্রীদের জন্য বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেয় পরিবহন মালিক সমিতি। বলা হয়,এই সিদ্ধান্ত শুধু রাজধানীর জন্য প্রযোজ্য। তবে ছুটির দিনে এই সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।