গণমাধ্যম নিয়ন্ত্রণে ভীতির পরিবেশ সৃষ্টির অভিযোগ বিশিষ্টজনদের
- আপডেট সময় : ০৮:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে দেশে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে সরকার। ভিন্নমত প্রকাশ করলেই হামলা-মামলাসহ নানা নির্যাতনের শিকার হতে হয় সংবাদ মাধ্যমকে। সকালে, প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিশিষ্টজনেরা। এসময় তারা বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থা ধংস করে দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান বিশিষ্ট নাগরিকরা। রিফাত শিশিরের প্রতিবেদন।
বিএনপি মহাসচিব আরো বলেন, আওয়ামী সন্ত্রাসীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের জোয়ারে ক্ষমতাসীনদের নেতাকর্মীরা ও বিত্তবানরা বিদেশে গিয়ে চিকিৎসা নেন। কিন্তু দেশের মানুষ ভালো চিকিৎসা পায় না। মির্জা ফখরুল বলেন, বিএনপি’র ৬শ’ নেতাকর্মীকে গুম করা হয়েছে। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই সভার আয়োজন করে।