গণমাধ্যমকে রাজনীতি না করার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
গণমাধ্যমকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক নতুন আশা’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
রাজনীতি করার কারণে অনেক সংবাদমাধ্যম বিলীন হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যম-বান্ধব সরকার। দুস্থ সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করে তাদের পাশে দাড়িয়েছে সরকার। জাতীয় প্রেসক্লাবের জন্য ২১ তলা ভবন অনুমোদন দেয়ার কথাও জানান তথ্যমন্ত্রী। বলেন, এরই মধ্যে নকশা অনুমোদন হয়ে গেছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। দেশ ভালো কিছু অর্জন করলে তা গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান তিনি। বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ভালোভাবে প্রকাশ না পেলে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়।