গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে শৃঙ্খলা প্রয়োজন : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গণমাধ্যমের সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে শৃঙ্খলা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে আর্থিক সংকটের কারণেই গণমাধ্যম দুর্বল হয়ে পড়ছে। এ সংকট সমাধানে বহুজাতিক কোম্পানিগুলোর বিজ্ঞাপন দেশীয় টিভি-চ্যানেলসহ গণমাধ্যমে আনার কাজ করছে সরকার। দুপুরে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর সেমিনারে তিনি একথা বলেন। এসময় সাংবাদিক নেতারা বর্তমানে সংবাদমাধ্যম সর্বমুখী সংকটে পড়েছে জানিয়ে, এ থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের গণতন্ত্র রক্ষায় সোচ্চার হবার আহবান জানান। বলেন, গণতন্ত্র না থাকলে বিনিয়োগ বাড়ে না এবং অর্থনীতিরও বিকাশ ঘটে না বলে বিজ্ঞাপনও মেলে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে “বাংলাদেশে সাংবাদিকতার সঙ্কট ও সম্ভাবনা– বর্তমান প্রেক্ষিত” শীর্ষক এই সেমিনারের আয়োজন।
এতে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, বর্তমানে সংবাদমাধ্যম সর্বমুখী সংকটে পড়েছে।
গণতন্ত্র দুর্বল হওয়ায় বর্তমানে সাংবাদিকদের নিরাপত্তার সংকটই বেশি জানিয়ে সকল গণমাধ্যম কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান আলোচকরা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বর্তমানে গণমাধ্যমের অপার সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে শৃঙ্খলার বিকল্প নেই।
গণতন্ত্র ও অর্থনৈতিক বিকাশে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপুর্ন উল্লেখ করে সংবাদ কর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তথ্যমন্ত্রী।