গণমিছিলে মানুষের ক্ষতি করলে, ছাড় নয়: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
বিএনপি গণমিছিলের নামে মানুষের ক্ষতি করলে, তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন বয়কট ও বানচালের ষড়যন্ত্র করছে অগ্নিসন্ত্রাসীরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা ১২ আসনের ছাত্রলীগ।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের দাত ভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারি দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।
সভার প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ পেশীশক্তি ও ষড়যন্ত্রে বিশ্বাস করে না। দেশের জনগনের উপর বিশ্বাস রাখে।
জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভারআয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে কোনো লাভ হবে না। তিনি বলেন, আগামী নির্বাচন বর্জন করলে, বিএনপি খাদে পড়ে যাবে।
রাজনীতি করতে হলে বিএনপিকে বিদেশীদের কাছে নয়, দেশের মানুষের কাছে যেতে হবে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।