গণসমাবেশ থেকে সরকারকে হলুদ আর লাল কার্ড দেখানোর হুঁশিয়ারী বিএনপির
- আপডেট সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরেকটি মুক্তিযুদ্ধ চায় বিএনপি। যার ফয়সালা হবে রাজপথে। দুপুরে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এমন হুঁশিয়ারী দেন দলের নেতারা। বলেন, রাজশাহী বিভাগীয় গণসমাবেশ থেকে সরকারকে হলুদ কার্ড আর ঢাকার গণসমাবেশ থেকে লাল কার্ড দেখানো হবে।
৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। তাই এই বিভাগের ৮ জেলার শীর্ষ নেতাদের নিয়ে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সমন্বয় সভা করেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
রাজশাহীর গণসমাবেশ দেশের সবচেয়ে বড় জমায়েত হবে জানিয়ে বিএনপি নেতারা বলছেন, জনগণের ভোটের অধিকার আদায়ে আরেকটি মুক্তিযুদ্ধের কথা ভাবছেন তারা। রাজপথেই সরকারের পতন ঘটিয়ে তারা ফিরবেন বলে ঘোষণা দেন।
গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা করা হবে উল্লেখ করে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ডিসেম্বরের দুই গণসমাবেশ থেকে সরকারকে বিদায় করার প্রস্তুতি নিতে হবে।
সরকার পতন আন্দোলনের কৌশল ঠিক করতেই বিভাগীয় সমন্বয় সভায় আলোচনা হয় বলে জানান, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ।