গত এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে দ্বিগুণ
- আপডেট সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
গত এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে দ্বিগুণ। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। আইসিইউ শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন চিকিৎসকরা। টিকা নেয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো শিথিল হওয়ায় পরিস্থিতি পাল্টে গেছে। এখনই ঠেকাতে না পারলে সামনে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হবে।
করোনা সংক্রমণের এক বছর পার হলেও, গুরুত্ব নেই সামাজিক দূরত্ব বজায় রাখার। কোথাও পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। একই সাথে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ হার ছিলো গত জুলাই মাসে। তখন সংক্রমণের হার ছিলো ২২ দশমিক ৪৬ ভাগ। আর গত ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন দুই দশমিক ৮২ ভাগ। চলতি মার্চ মাসের মাঝামাঝিতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ শতাংশ।
এদিকে নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অনেকেই টিকার প্রথম ডোজ নিয়েছেন।
হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বাড়ায় বিভিন্ন সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই বড় ধরনের এই পরিবর্তনে উদ্বিগ্ন চিকিৎসকরা।
স্বাস্থ্যবিধি না মানায় দিন দিন পরিস্থিতি ভয়াবহ হওয়ায় এখনই সচেতন না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।
করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার দু’সপ্তাহ পর পুরোপুরি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সে কারণে প্রথম ডোজ নিয়েই স্বাস্থ্যবিধি উপেক্ষা করা উচিত নয় বলে মনে করেন চিকিৎসকরা।
করোনার রোগী সামাল দিতে সোমবার রাতে আরো ৫টি হাসপাতালকে কোভিড চিকিৎসা দিতে প্রস্তুতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।