গত একদিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৭৩ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
গত একদিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্তে ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৯ , নেত্রকোণার ৪ , জামালপুরের ২ এবং শেরপুরের ১ জন। এছাড়া নেত্রকোনা জেলা হাসপাতালে মারা গেছেন ৪ জন।
রাজশাহী মেডিকেলের মারা গেছেন ১০ জন । দিনাজপুরে মৃত্যু হয়েছে ৩ জনের।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল। জেলায় শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ৩ জনের মৃত্যু হয়।
চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ জন মারা গেছে।
এছাড়া মানিকগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।