গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বগুড়ার জনজীবন
- আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৭৮০ বার পড়া হয়েছে
এদিকে, গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বগুড়ার জনজীবন। স্কুল মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নেমেছে অর্ধেকে।শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ছুটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
জানুয়ারি থেকেই বাড়ছে শীত। সোমবার থেকে বগুড়ায় তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রির নিচে। সঙ্গে ঘন কুয়াশা। কুয়াশায় ঢাকা সকালে স্কুলে যাতায়াত রীতিমতো কষ্টকর হয়ে পড়েছে শিশুদের। সরকারের নির্দেশনা মেনে সোম,মঙ্গলবার দুইদিন স্কুল বন্ধ থাকলেও বুধবার খোলা ছিল। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। হচ্ছে না স্কুলগুলোতে এসেম্বলি।গ্রামাঞ্চলের অবস্থা আরো খারাপ। বেশিরভাগই আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে।
স্কুল শুরু হওয়ার পর সোমবার দেয়া হয় বন্ধের ঘোষণা। ছুটি নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
উপস্থিতি অর্ধেককে নেমেছে জানালেন বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক।
আবার ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান এক ঘন্টা পেছানোর নির্দেশনা দেয়া হয়েছে জানালেন এই শিক্ষা কর্মকর্তা।
আবহাওয়ার পূর্বাভাস জেনে দুর্যোগ অবস্থায় আগাম ছুটির ঘোষণা চান শিক্ষার্থী ও অভিভাবকরা।