গত কয়েকদিনের টানা বর্ষণে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি
- আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গত কয়েকদিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকার দুই লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। শিল্প প্রতিষ্ঠানের জমে থাকা বর্জ্য-পানির সাথে মিশে বিষাক্ত হয়ে উঠেছে এলাকাগুলো। তবে স্থানীয় প্রশাসন বলছে, সমাধানের উদ্যোগ নিচ্ছেন তারা।
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা ইউনিয়নের লালপুর, পৌষাপাড়, উত্তর মাসদাইর ও কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ, নয়ামাটি, চিতাশাল, নুরবাগ, দক্ষিণ দেলপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকা এবং সিদ্ধিরগঞ্জে কদমতলীর মানুষ এখন পানিবন্দি। সড়কে একইসঙ্গে চলাচল করছে নৌকা ও ভ্যান। পানির পাম্প ও রান্নার চুলা সবই পানির নিচে। সময় মতো কাজে যেতে পারছেনা কর্মজীবীরা। বন্ধ হয়ে গেছে এলাকার দোকানপাট।
এলাকাবাসীর অভিযোগ, সামন্য বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়ে তারা। জলাবদ্ধতা নিরসনে তেমন কোনো ব্যবস্থাই নেয়না স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। রান্নাঘর ডুবে যাওয়ায় অনাহারে দিন কাটছে তাদের। ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও মানববন্ধন করে। দ্রুত পানিবন্দি অবস্থা থেকে মুক্তি ও স্থায়ী নিষ্কাশন ব্যবস্থা চান তারা।
দ্রুত পাম্প বাড়িয়ে পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কমিটি করা হয়েছে বলে জানান তিনি। দ্রত সমস্যার সমাধান চায় ভুক্তভোগীরা।