গত চার বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি ভালো : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, গত চার বছরের তুলনায় এবারের রমজানে বাজার পরিস্থিতি ভালো। রাজধানীর উত্তরায় রজমান মাসে টিসিবির দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। আগামী ১৫ এপ্রিলের মধ্যে ঢাকাসহ সারাদেশে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে। তবে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষেল দাবি, টিসিবির পণ্যে তাদের মাস চলে না।এই সঙ্গে তারা মাছ-মাংসের স্বাদ নিতে না পাড়ায় অসন্তোষের কথা জানান।
পবিত্র রমজানে ১ থেকে ২ ঘন্টা দাঁড়িয়ে স্বল্প মূল্যে টিসিবির পণ্য গ্রহণ করতে এই লাইন।
টিসিবির যে পণ্য তা পুরো মাস চলে না বলে জানান সাধারণ মানুষ। মাছ মাংসের দিকেও সরকারের নজরদারি রাখার দাবি করেন তারা।
রাজধানীর উত্তরায় রজমান মাসের্ দ্বিতীয় পর্বের টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
তিনি বলেন, ঢাকায় ১৩ লাখ পরিবার পাচ্ছে টিসিবির পণ্য। ১৫ এপ্রিলের মধ্যে দ্বিতীয় পর্যায়ের পণ্য বিতরণ শেষ হবে।
বাণিজ্যমন্ত্রীর দাবি, সংকটের মধ্যেও গত চার রমজানের তুলনায় এবার বাজারে পণ্যের সরবরাহ ভালো।
উত্তরায় টিসিবির জন্য ৭ হাজর ৫০০ বর্গফুটের নতুন গোডাউন উদ্বোধন করেন টিপু মুনশি।