গত সংসদ নির্বাচনের মতো দেশে আর কোন নির্বাচন হতে দেয়া যাবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গত সংসদ নির্বাচনের মতো দেশে আর কোন নির্বাচন হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার পদ্ধতি গঠনের দাবিও জানান তিনি।
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাধীনতার ৫০ বছর পার করলেও নির্বাচন ব্যবস্থায় ক্ষমতা পরিবর্তন পদ্ধতি স্থির না হওয়া ক্ষোভ জানান তিনি। আগের মতো সরকারের পাতানো নির্বাচন আর করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যোগ দেন।