গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
নতুন বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে আজ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে। করোনায় এর আগে ৩৮ জন মারা যান গত ২০ ডিসেম্বর। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষার পর শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৭৪ জনের। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন। অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।