গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জেলায় ১৭২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জেলায় ১৭২ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত জেলা গুলোর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায়। খুলনার ৪টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের উপসর্গ, বাকিরা করোনা পজিটিভ ছিলেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, এখানে ২৪ ঘন্টায় মৃত্যু হয় ১৮ জনের। অন্যদিকে, কুষ্টিয়ায়-২২ জন, ময়মনসিংহে-১৪ জন, বগুড়া-১২ জন, চুয়াডাঙ্গায়-৯ জন, সাতক্ষীরায়- ৮ জন, কুমিল্লায়-৬ জন, টাঙ্গাইল-৫ জন, বরিশালে-৮ জন, চট্টগ্রামে-১০ জন, ঝিনাইদহ-১৩, দিনাজপুর-৪ জনের মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জনরা এসব তথ্য দিয়েছেন। এদিকে, গতকাল সারাদেশে ১৯৯ জনের মৃত্যু হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ৬৫১ জনে।