গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দেশে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। বিকেলে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬৭০ জন।
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ৮ হাজার ৩৫৪ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৭ জন নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের। খুলনা বিভাগের ১৩ জন, চট্টগ্রামের ১১, রাজশাহী বিভাগে ২ এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।