গত ২৪ ঘণ্টায় ৮ জেলায় ৪৬ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৭:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় সাভারে ১৯ জন, চট্টগ্রামে ১২, বগুড়ায় ৫, ময়মনসিংহে ৩, মাদারীপুরে ৩, দিনাজপুরে ২, পঞ্চগড়ে ১ ও নেত্রকোনায় ১ জনসহ ৮ জেলায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সাভারে গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬৩ জনে। আক্রান্তদের মধ্যে একজন সাভার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং একজন ধামরাইয়ে কৃষি ব্যাংকের ব্যবস্থাপক। অন্যদের অধিকাংশই পোশাক শ্রমিক।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১২ জন রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৩ জন শনাক্ত হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
বগুড়ায় নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদরের বৃন্দাবনপাড়ায় ঢাকা-ফেরত তিন যুবক, শাজাহানপুর গণ্ডগ্রামের একজন এবং সদরের উপশহর এলাকার একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ চিকিৎসকসহ আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও সদর উপজেলার ২ জন।
মাদারীপুরের শিবচরে গোপনে দাফনকৃত ঢাকার মাংস বিক্রেতা পরিবারের ৩ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা সবাই ঢাকার জুরাইনে বাস করলেও দাফন শেষে লকডাউনের কারণে শিবচরের উমেদপুরে আটকা পড়ে।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় আরো দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার বাসিন্দা ও সৈয়দপুর ইসলামী ব্যাংকের কর্মচারী এবং অপরজন দিনাজপুর জেনারেল হাসপাতালের এক ডাক্তারের ভাই।
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইপিআই পোর্টার। করোনা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন তিনি।
নেত্রকোনায় ২৪ ঘন্টায় আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৬৭ জন রোগী করোনায় আক্রান্ত হলো।