গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জেলায় মোট ৯৮ জন করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মাদারীপুরে ২৬ জন, গোপালগঞ্জে ১৬ জন, জামালপুরে ১০ জনসহ ১১ জেলায় মোট ৯৮ জন আক্রান্ত হয়েছে।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৮ জন, রাজৈর ২ জন এবং শিবচরে ৫ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জন।
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে এক নার্সসহ ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২২২ জনে
জামালপুরে আরো ১০ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২৫৪ জন।
গত ২৪ ঘন্টায় রংপুরে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট শনাক্ত ৪২৭ জন।
ফেনীতে নতুন করে আরো ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৯ জন।এছাড়া মৃত্যু হয়েছে ৩ জনের।
সিরাজগঞ্জে একই পরিবারের ৫ জনসহ জেলায় নতুন ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে । জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ জন
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৫৬৮ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় মারা গেছে ৬ জন।
নেত্রকোনায় মৃত ব্যক্তি ও ডাক্তারসহ ৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২শ’ ৫৫ জনে।
এছাড়াও মানিকগঞ্জে ৩ জন, গাইবান্ধায় ২ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।