গফরগাঁওয়ে সৌদি-ফেরত এক যুবককে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সৌদি-ফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, কাঞ্চনকে নিয়ে মোটরসাইকেলে করে শিবগঞ্জ বাজারে যাচ্ছিলেন মোহন। শিবগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডে মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই মোহনকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা মোহনকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরগুনায় মায়ের কাছে চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সামিরা নামে এক কিশোরী। সকাল সাড়ে ১০টার দিকে কলেজ রোডের ভাড়াটিয়া বাসার বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর আত্মহত্যার জন্য দায়ী উত্যক্তকারী জামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।