গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তি এমন দাবির সপক্ষে প্রমাণ চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চীনের উহান শহরের ভাইরোলজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তি, যুক্তরাষ্ট্রের এমন দাবির সপক্ষে প্রমাণ চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি পরিস্থিতিবিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইকেল রায়ান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে সোমবার দাবি করেন যে, চীনের উহান থেকে কোভিড ১৯-এর উৎপত্তি হয়েছে। এ বিষয়ে তার কাছে প্রমাণও আছে। মাইক পম্পেওর এ বক্তব্যকে অনুমাননির্ভর আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থার বিশেষজ্ঞ ডা. মাইকেল রায়ান বলেন, প্রমাণনির্ভর সংস্থা হিসেবে ডব্লিউএইচও ভাইরাসটির উৎপত্তি নিয়ে যে কোনো তথ্য পেতে আগ্রহী। ভবিষ্যতে নিয়ন্ত্রণের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি।