গরম কাপড় বিক্রিতে ব্যস্ত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান
- আপডেট সময় : ০৬:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৬৯১ বার পড়া হয়েছে
কনকনে শীতে প্রকৃতি জবুথবু হলেও, গরম কাপড় বিক্রিতে ব্যস্ত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান। মার্কেট ও ফুটপাতে চলছে হাঁকডাক। হাত মোজা, কানটুপি, শীতের জ্যাকেট, হুডি ও কম্বল দরদাম করে কিনছেন ক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ এবার দাম অনেক বেশি।আর বিক্রেতারা বলছেন, ডলারের দাম বেড়েছে বলেই দাম বেড়েছে গরম কাপড়ের।
কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে তীব্র শীত থাকায় গরম কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানও চলছে জমজমাট বেচা-কেনা।
শীতের জন্য গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শিশু ও বয়স্কদের কাপড়ের চাহিদা বেশি।
হঠাৎ করে শীত বাড়ায় বাড়তি দাম হাকাচ্ছেন বিক্রেতারা-এমন অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা দুষছেন ডলারের দাম বাড়াকে।
শীত জেঁকে বসায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা।
তবে শীত উঠা নামা করায় বিক্রি কম বেশি হয় বলে জানান বিক্রেতার।