গরুচুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত
- আপডেট সময় : ১১:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ২১৩৯ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে গরুচুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেতুয়ান গ্রামের পাশের ক্যানেল দিয়ে নৌকায় ৪ জন ওই গ্রামে প্রবেশ করেন। তারা স্থানীয় গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নিয়ে নৌকায় করে পালাচ্ছিলেন। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করেন। এ সময় চিৎকার চেঁচামেচিতে বহু লোকজন জড়ো হন। পরে গ্রামবাসী আরেকটি নৌকা দিয়ে গরুচোরদের নৌকা আটকে ফেলে। এ সময় গরু চোররা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনীতে তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ সময় একজন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।