গলদা চিংড়ি চাষ করে অভাবনীয় সাফল্য

- আপডেট সময় : ০৮:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে প্রথমবারের মতো গলদা চিংড়ি চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন মৎস্য-চাষী স্বপন কুমার বিশ্বাস। সোহাগ মৎস্য খামারের ৮০ শতাংশ জায়গায় চিংড়ি চাষ করেছেন তিনি। সাত মাসেই মাছগুলো আশানুরূপভাবে বেড়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের মহাদেবপুরে ‘সোহাগ মৎস্য খামারে’ গলদা চিংড়ি ধরাকে কেন্দ্র করে এমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে এ বছর গলদা চিংড়ি চাষ করেছেন স্বপন কুমার বিশ্বাস।
প্রতিটি গলদা চিংড়ি ১৮ টাকা দরে কেনা হয়। মাত্র সাত মাস আগে ছেঁড়েছেন তিন হাজার দু’শ পোনা। এখন তিন লাখ টাকার বেশি দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি। পুকুর তৈরি, মাছের খাবার ও শ্রমিক বাবদ সাত মাসে তার প্রায় এক লাখ ৩০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান।কালীগঞ্জের মাটি, পানি ও আবহাওয়া গলদা চিংড়ি চাষের উপযোগী বলে জানায় মৎস্য বিভাগ।এ ধরনের মাছ চাষ এলাকায় এই প্রথম। স্বাদেও খুব ভালো এবং সাইজেও বেশ বড় হচ্ছে। এতে করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন দ্রুত করা সম্ভব বলে মনে করে সংশ্লিষ্টরা।