চার দিনের নবজাতককে গলা টিপে হত্যা করল মা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৮০৬ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় এক নবজাতকসহ দুই জন খুন হয়েছে। গতকাল রাতে ও আজ সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ায় চার দিনের এক নবজাতককে গলা টিপে হত্যা করে তার মা। খবর পেয়ে নবজাতকটির মরদেহ গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় নবজাতকের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি খুন হয়েছে।
এসময় অজ্ঞান পার্টির সদস্যরা ওই ব্যক্তির টাকা পয়সা ও মোবাইল ফোন লুটে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরায়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। আশুলিয়ার জামগড়ার এক বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হযেছে।