গাইবান্ধা জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
- আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলা হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তোলার পর হাসপাতালে ভাংচুরের অভিযোগ এনে স্বজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দুপুরে গাইবান্ধা জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বোয়ালী ইউনিয়নবাসীর ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ছাড়াও শত শত এলাকাবাসী। বক্তারা অভিযোগ করে বলেন, দুপুর থেকে বিকেল পর্যন্ত জাহেদা বেগমকে কোন ধরনের চিকিৎসা সেবা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। শেষে বিনা চিকিৎসা ও ডাক্তারের অবহেলার কারণে মারা যান জাহেদা বেগম। পরে রোগীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদসহ স্বজনরা বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তোলায় তাদের উপর হামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটা গ্রামে সোতার খাল ইজারা নিয়ে অবৈধ ভাবে ‘নেট পাটা’ দিয়ে পানিপ্রবাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।