গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত এক মামলায় মৃত দুই ব্যক্তিকে আসামী করা হয়েছে
- আপডেট সময় : ০২:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত এক মামলায় মৃত দুই ব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, রড় দিয়ে আঘাতের মাধ্যমে হত্যা চেষ্টা করেন তারা। তবে, আসামী রাশেদা বেগম ২৫ বছর আগে এবং শিরিন আক্তার মারা গেছে ৯ মাস হলো। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বাদী আদালতে ক্ষমা চেয়ে তাদের নাম বাদ দেয়ার আবেদন করেন।
পলাশবাড়ী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউনুছ আলী জমি নিয়ে দ্বন্দে বাদি হয়ে শ্যামলী বেগম সহদশজনের নাম উল্লেখ করে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। পুলিশ আসামী পক্ষের বিরুদ্ধে নোটিশ জারি করলে শুরু হয় তোলপাড়। মৃত ব্যক্তিদের নামে মামলা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তাদের পরিবার। পৈত্রিক সম্পত্তি দখল করতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মৃত ব্যাক্তিদের নাম জড়িয়ে মামলা দায়ের করায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবসীরা।
এদিকে আদালতের মাধ্যমে এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মৃত ব্যাক্তিদের নাম বাদ দেয়ার কথা জানান মামলার বাদী।
যেহেতু বাদী জেনে শুনে মৃত ব্যাক্তিকে আসামী করে আদালতে তথ্য গোপন করেছেন, এতে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান এই আইনজীবি।
মৃত ব্যাক্তিদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।