গাইবান্ধার সাদুল্লাপুরে ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি বাসার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বাসার মালিক নুরুল আমিন জানায়, সকালে বাসার গেটের সামনে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পান। এতে দু’টি বোতল দেখে সন্দেহ হয় তার। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বোতল দু’টিতে পেট্রোল ছিলো না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে প্যাচানো তিনটি ককটেল সাদৃশ্য বস্তুও ছিলো পলিথিনে। উদ্ধারের পর সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়।