গাইবান্ধার সাদুল্লাপুর শ্যালো পাওয়ার ট্রলির ধাক্কায় এক শিশু নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিল চালিত পাওয়ার ট্রলির ধাক্কায় রাফিয়া জান্নাত নামের এক শিশু নিহত হয়েছে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে হোসেন আলী, স্ত্রী ও মেয়ে নিয়ে বগুড়ার নন্দিগ্রাম যাচ্ছিলেন। পথে গাইবান্ধার সাদুল্লাপুরে পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে রাফিয়া জান্নাত মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রলি চালককে আটক করা হয়েছে। আহত হোসেন আলী ওরফে শিপনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার স্ত্রীকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।