গাইবান্ধায় এক পরিবারের ৫ সদস্যেই প্রতিবন্ধি
- আপডেট সময় : ০৫:১৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার সদরের গিদারী ইউনিয়নের এক পরিবারের ৬ সদস্যের মধ্যে ৫ সদস্যেই প্রতিবন্ধি। জন্মের পর বিরল রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধি হয়ে যায় তাহেরা বেগমের চার সন্তান। স্বামী নুরুল হকও বাক প্রতিবন্ধি। রিক্সা চালিয়ে সংসার চালালেও অভাবের তাড়নায় তাও বিক্রি করে দিতে
হয়। এ অবস্থায় বাঁধের ওপরে ঝুপরি ঘরে মানবেতর জীবনযাপন করছে তারা। পরিবারটির জন্য সরকারি সহযোগিতা ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয়রা।
গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়নের বাসিন্দা তাহেরা বেগমের চার সন্তানের সবাই প্রতিবন্ধী,কথা বলতে পারে না স্বামীও। জন্মের কয়েক মাস পর বিরল রোগে আক্রান্ত হয়ে কেউ বাক প্রতিবন্ধি কেউ বা শ্রুতি প্রতিবন্ধি হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীর জন্য রিক্সা কিনে দিলেও অভাবের তাড়নায় তাও বিক্রি করতে হয়েছে। বাঁধের নিচে ঝুপরি ঘরে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে তারা।
পরিবারের একমাত্র উপার্জনকারী তাহেরা বেগম। ৫ সদস্যের পরিবারে তাহেরা অন্যের বাড়িতে কাজ করে সামান্য যা পান তাই দিয়েই চলে সংসার।
এমন অবস্থায় তাদের জন্য সরকারি সহযোগিতা ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয়রা।
পরিবারের পাঁচ সদস্যকে প্রতিবন্ধি ভাতার আওতায় নেয়া হয়েছে। পাশাপাশি সমাজ সেবা দপ্তর থেকেও বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকতা।
অন্যদিকে নুতন ঘর দেয়াসহ সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
প্রতিবন্ধি এই পরিবারের জন্য দ্রুত সুচিকিৎসাসহ বাসস্থানের ব্যবস্থা নেবে কৃর্তপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার।