গাইবান্ধায় জাতীয় পার্টির ঝাড়ু মিছিলে হামলা

- আপডেট সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জের বিতর্কিত পিআইও নুরুন্নবী সরকারের অপসারণ ও শাস্তির দাবিতে জাতীয় পার্টির ঝাড়ু মিছিলে হামলা চালিয়েছে ভাড়াটে লোকজন।
বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এ ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে উপজেলা পরিষদ চত্তরে অবস্থান নেয় দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুর্নীতিবাজ পিআইও’র অপসারণ ও শাস্তির দাবিতে পরিষদ চত্তরে বিভিন্ন শ্লোগান দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করছিলেন তারা। এসময় পিআইও’র ভাড়াতে লোকজন অতর্কিত হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়। এসময় গেটে থাকা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়িও ভাঙচুর করা হয়। সন্ধ্যায় ক্ষণগণনার মেশিন ভাংচুরের ঘটনায় এক শতাধিক ব্যক্তিকে আসামী করে উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।