গাইবান্ধায় নৌ যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন না
- আপডেট সময় : ০৭:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় নৌ যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক না পরেই গাদাগাদি করে নৌকায় চলাচল করছে তারা। এতে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে। তবে, অনিয়ম করলে নৌ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
করোনার প্রভাবে গাইবান্ধায় সড়কের চেয়ে নৌপথজনপ্রিয় হয়ে উঠেছে। সময় কম লাগায় বিকল্প হিসেবে নৌপথ বেছে নেয় ঢাকা থেকে আসাযাত্রীরা। ইদের পর নিজ নিজ কর্মস্থলে যেতে প্রতিদিনই এই বালাসীঘাটে ভীর করছে তারা।জামালপুর, ময়মনসিংহ, বাহাদুরাবাদ, সৈয়দপুর, রাজীবপুর,সারিয়াকান্দিসহ ছোট বড় আরও ১৫টি নৌ-রুটে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়েযাতায়াত করছে নৌকাগুলো। গাদাগাদি করেবসা বেশিরভাগ যাত্রীর মুখেই মাস্ক নেই।
কয়েকদিন থেকে নদীতে পানি বেড়ে যাওয়ায় যাত্রীদেরচাপ বেড়ে গেছে। তাদের মাস্ক পড়াসহবিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার দাবি করেন, ঘাট ইজারাদারের এই প্রতিনিধি।
এদিকে, নৌকায় যাতায়াতকারী যাত্রীদের স্বাস্থ্যবিধিমেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা পুলিশ সুপার।সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।