গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড

- আপডেট সময় : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা দায়রা জজ আদালত।
দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন। ২০১৮ সালের ১২ জুন বিকালে সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চায়। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে জিয়াউল। এ সময় বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিতে গেলে ক্রিকেট ব্যাট দিয়ে তাকে আঘাত করে জিয়াউল। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর ওই দিন রাতেই মারা যান জোহুরা বেগম। এ ঘটনার পরদিন জিয়াউলের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
খুলনার রূপসায় উপজেলার রহিম নগরে যুবক রাজ খান হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে অপর এক আসামি বেকসুর খালাস পায়।