গাইবান্ধায় শুরু হয়েছে নৌকা বাইচ প্রতিযোগীতা ও গ্রামীণ মেলা
- আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্যাপুরে দু’দিন ব্যাপী ঘাঘট নদীতে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগীতা। বর্নিল এই প্রতিযোগিতা দেখতে ভীড় জমান হাজারো মানুষ। আবহমান বাংলার ঐতিহ্যে ধরে রাখতে নৌকা বাইচের এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখার কথা জানান স্থানীয় সংসদ সদস্য।
সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে আসতে শুরু করে নানা বয়সের মানুষ। বেলা বাড়ার সাথে-সাথেই কানায়- কানায় পূর্ণ হয় নদীর দু’ধার। নদীর ঢেউয়ের সাথে মিল রেখে বিভিন্ন বাদ্যযন্ত্রের মূর্ছনায় এগিয়ে চলে প্রতিযোগীদের নৌকা। এতে উৎসাহ আর আনন্দের কমতি ছিল-না দর্শনার্থীদের।
দু’দিন ব্যাপী এই নৌকা বাইচ উপলক্ষে নদীর কূলে বসে গ্রামীণ মেলা। পরসা সাজিয়ে বসে ছোট- বড় অনেকে দোকানী।
ঐতিহ্যকে ধরে রাখাসহ নতুন প্রজন্মের মাঝে নৌকা বাইচের পরিচিতি ছড়িয়ে দিতে এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখার কথা জানান স্থানীয় সংসদ সদস্য।
দুই দিন ব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১৬টি দল অংশ গ্রহণ করে।