গাইবান্ধায় ৭ বছর ধরে লোহার শিকলে বন্দি বাবা ও মেয়ে
- আপডেট সময় : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার আনালোরতারি গ্রামে ৭ বছর ধরে লোহার শিকলে বন্দি বাবা ও মেয়ে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার। তাদের চিকিৎসার সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এমনকি তাদের ভাগ্য জোটেনি প্রতিবন্ধী ভাতাও।
ঘরের দরজায় ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে গান বলা মানুষটির নাম মোহাম্মদ আলী এবং তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি রেহানা। মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৭ বছর ধরে মোহাম্মদ আলী ও তার মেয়েকে শিকলে বেঁধে রাখা হয়েছে। সুযোগ পেলেই ভাংচুর ও পালিয়ে চলে যায় তারা। তাই বাধ্য হয়ে শিকলের দু’প্রান্তে দু’জনকে বেঁধে রেখেছে পরিবার।
সদর উপজেলার আনালোরতারি গ্রামে পাঁচ সদস্যসের পরিবারে মানসিক প্রতিবন্ধী বাবা-মেয়ের চিকিৎসার খরচ যোগাতে ভিটে মাটি বিক্রি করে নি:স্ব এখন পরিবারটি। সরকারী ভাবে ভাগ্য জোটেনি প্রতিবন্ধী ভাতা। এমন অবস্থায় সরকারী ও বেসরকারীভাবে চিকিৎসার সহযোগীতা চেয়েছেন স্থানীয়রা।
অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন জেলার এই শীর্ষ কর্মকর্তা।
প্রতিবন্ধী ভাতাসহ বাবা-মেয়ের সুচিকিৎসা ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার।