গাছ কেটে রাস্তার অনুমতি দেওয়া হবে না : পরিবেশ উপমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও তা পরিবেশ ধ্বংস করে হচ্ছে। পরিবেশ না বাঁচিয়ে উন্নয়ন করলে, তা টেকসই হবে না। সকালে রাজধানীতে বায়ুদূষন নিয়ে সিপিডির সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, বায়ু দূষণ রোধে শুধুমাত্র আইন, সেমিনার কিংবা গোল টেবিল বৈঠক নয়, দরকার সামাজিক সচেতনতা। প্রধান অতিথি পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, গাছ কেটে আগামীতে কোন রাস্তা করার অনুমতি দেয়া হবে না।
রাজধানীর মহাখালীর ব্র্যাকইন সেন্টারে ‘সবুজ নগরীর জন্য দূষণ কমানো’ শীর্ষক সেমিনার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ–সিপিডি। বায়ু দূষণ নিয়ে সিপিডির গবেষণায় বলা হয়েছে, বিশ্বের ১০৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। আর বায়ুদূষণে মানুষ স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে, তার চিকিৎসায় মাথাপিছু বছরে চার হাজার টাকা খরচ করতে হচ্ছে।
আলোচনায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা করে উন্নয়ন হলেই তা টেকসই হবে। দূষণ রোধে তারা সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। প্রধান অতিথি পরিবেশ উপ-মন্ত্রী বলেন, বায়ু দূষণ রোধে পর্যাপ্ত আইন আছে। বেশি প্রয়োজন সচেতনতা। গাছ কেটে কোনো রাস্তা করার অনুমতি দেয়া হবে না বলে জানান তিনি।
বিচ্ছিন্নভাবে না করে সম্মিলিত ভাবে কাজ করার আহ্ববান হাবিবুন নাহার।